Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

ভিশন:  ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন।

মিশন:টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধির  লক্ষ্যে দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রিকৃত, এলাকা নির্ভর                                 

                চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণির কৃষকের প্রযুক্তি জ্ঞান   ও দক্ষতা  

                বৃদ্ধিকরণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি সরকারী সেবা মূলক প্রতিষ্ঠান । এ অধিদপ্তরের মূল দায়িত্বই হচ্ছে আধুনিক ও লাগসই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এদেশের কৃষি উন্নয়ন কর্মকান্ডে জড়িত বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র রচনা করে কৃষি উন্নয়নের গতিধারাকে তরান্বিত করা । প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কৃষি পরিবেশ , কৃষকের অর্থসামাজিক অবস্থা , বাজার চাহিদা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ দেশের কৃষি ও কৃষকের সেবা প্রদান করে আসছে । এ অধিদপ্তরের সিটিজেন চার্টার নিম্নরূপ :

) সকল শ্রেনীর কৃষকের জন্য কৃষি সম্প্রসারণ সহায়তা দেয়াঃসব ধরণের কৃষক পরিবারের সকল সদস্য তাদের প্রয়োজানুযায়ী যাতে সেবা পেতে পারে তার নিশ্চয়তা দেয়া

২ ) কৃষকদের দক্ষ সম্প্রসারণ সেবা প্রদানঃদক্ষ সম্প্রসারণ কর্মীর মাধ্যমে শস্য , মৎস্য , পশুসম্পদ , বন ও পারিবারিক উদ্যোগে কৃষকের সর্বাধিক ব্যয়      সাশ্রয়ী সেবা প্রদান করা ।

৩ ) কৃষি বিষয়ক কর্মসূচী প্রণয়ন বিকেন্দ্রীকরণঃতথ্য চাহিদা চিহ্নিন্তকরণ ও চাহিদার প্রতি সাড়া প্রদান , স্থানীয় সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ , কর্মসুচি পরিকল্পনা , প্রশিক্ষণ এবং গণমাধ্যম ভিত্তিভাবে কর্মসুচী    

      প্রণয়ন ।

৪ ) চাহিদা ভিত্তিক কৃষি সম্প্রসারণঃচিহ্নিত চাহিদা , সমস্যা ও সম্ভাব্যতার উপর ভিত্তি করেই সকল সম্প্রসারণ কার্যক্রম ও গবেষণাদির বিষয়বস্ত্ত   নির্ধারণ করা ।

৫ )  সকল শ্রেনীর কৃষকদলের সাথে কাজ করাঃকৃষকের কাজে সর্বাধিক সুবিধা পৌছে দিতে মাঠ পর্যায়ে বিদ্যমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রকার কৃষকদলের সাথে কাজ করা ।

৬ ) কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণঃকৃষকদের উপর্যুক্ত পরামর্শ দিতে তাদের প্রয়োজনানুযায়ী কৃষি গবেষণাগারের মাধ্যমে সমস্যার সমাধান বের   করতে কৃষি গবেষণা ও সম্প্রসারণ এর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা ।

৭ ) সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণঃকৃষকের সেবা চাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ দেয়া ।

৮ ) উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহারঃবিভিন্ন শ্রেনীর কৃষকের সুনির্দিষ্ট সম্প্রসারণ উদ্দেশাবলী অর্জনের লক্ষ্যে সম্প্রসারণ সংস্থা ও কর্মীবৃন্দ খামার       পরিদর্শন , গনমাধ্যম , প্রশিক্ষণ , মেলা , পরিদর্শন , ও উদ্বুদ্ধকরণ ভ্রমন এবং অংশগ্রহনমলক পদ্ধতিসমুহ ব্যবহার ।

৯ ) সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদানঃকৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সহায়তা প্রদান করা ।

১০ ) সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রমঃসম্পদসমুহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে তথ্য ও দক্ষতা বিনিময়ের         মাধ্যমে   সম্প্রসারণ সেবা দান করা ।

১১ ) পরিবেশ সংরক্ষনে সমন্বিত সহায়তা প্রদানঃপ্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষার অনুকুলে ভুমি , পানি ও বায়ুদুষণ ও ক্ষয় নিয়ন্ত্রন দুর         করা ; পরিবেশ সুরক্ষাকারী এবংব্যবস্থাপনা ও সরকারী এবং ব্যক্তিখাতের পরিবেশ সংক্রান্ত বিষয়াবলী রক্ষার সক্ষমতা বৃদ্ধি করা ।

১২ ) কৃষি বানিজ্যিকীকরণঃকৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে এবং ন্যায্যমুল্য পেতে সহায়তা করা ।

১৩ ) কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যবহারঃকৃষি বিষয়ক যে কোন তথ্য , পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী , কৃষক এবং সাধারণ জনগনের মধ্যে পৌছানো 

 

নাগরিক সেবার তথ্য সারণী

 

ক্র.নং

সেবার নাম

সেবাসমুহ সম্পর্কিত মৌলিক

তথ্যাবলী

সেবা প্রদান পদ্ধতি

সেবার মূল্য পরিশোধ পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

কৃষি বিষয়ক পরামর্শ প্রদান

চাহিদা প্রাপ্তি সাপেক্ষে কৃষিবিষয়ক পরামর্শ সেবা প্রদানএবং প্রযোজ্য ক্ষেত্রে মাঠপরিদর্শন/ প্রশিক্ষণ/ প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভাআয়োজন

চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল, ই-মেইল) পরামর্শ প্রদান

বিনামূল্যে

                 -

তাৎক্ষণিক অথবা ৭ কার্যদিবস

ইউএও/এএও/ এইও/এএইও/ এসএপিপিও/  এসএএও

কৃষি প্রযুক্তি সম্প্রসারণ

নতুন উদ্ভাবিত জাত ও প্রযুক্তি কৃষক পর্যায়ে পৌঁছানো এবং প্রযোজ্য ক্ষেত্রেপ্রশিক্ষণ/ প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভা আয়োজন

প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভা/উদ্বুদ্ধকরণ ভ্রমণ ও প্রযুক্তি কর্নার

বিনামূল্যে

-

বছরব্যাপী

ইউএও/এএও/ এইও/এএইও/ এসএপিপিও/  এসএএও

উদ্যান ফসল চাষে পরামর্শ ও নার্সারী স্থাপনে সহযোগিতা প্রদান

চাহিদা প্রাপ্তি সাপেক্ষে উদ্যান ফসল চাষে পরামর্শ সেবা প্রদানএবং প্রযোজ্য ক্ষেত্রে মাঠ পরিদর্শন/ প্রশিক্ষণ/ প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভা আয়োজন

চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল, ই-মেইল) পরিদর্শন ও কারিগরি সহায়তা প্রদান

বিনামূল্যে

-

বছরব্যাপী

ইউএও/এএও/ এইও/এএইও

বসতবাড়ীর আঙ্গিনা/ছাদে বাগান স্থাপনে সহযোগিতা প্রদান

চাহিদা প্রাপ্তি সাপেক্ষে বসতবাড়ীর আঙ্গিনা/ছাদে বাগান স্থাপনে পরামর্শ সেবা প্রদান

এবং প্রযোজ্য ক্ষেত্রে বাগান পরিদর্শন/ প্রশিক্ষণ/ প্রদর্শনী /দলীয় সভা আয়োজন

চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল, ই-মেইল) পরিদর্শন ও কারিগরি সহায়তা প্রদান                     -

বিনামূল্যে

-

বছরব্যাপী

ইউএও/এএও/ এইও/এএইও

 

প্রশিক্ষণ প্রদান

ফসলের লাভজনক ও টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে চাহিদা অনুযায়ী কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ

চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল প্রশিক্ষণ প্রদান

বিনামূল্যে

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ছবি, মোবাইল নং

৭ কার্যদিবস

ইউএও/এএও/ এইও/এএইও

উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান

কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে

কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৫০%

পর্যন্ত উন্নয়ন সহায়তা প্রদান

আবেদন প্রাপ্তি উপজেলা কমিটির অনুমোদন প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদন আদেশ জারি ও হস্তান্তর

যন্ত্রের মূল্যের

৫০%  নগদে

পরিশোধ

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কৃষি ভর্তুকী কার্ডের ফটোকপি, ছবি আবেদন ফরম: উপজেলা কৃষি অফিস

৪৫ কার্যদিবস

ইউএও

বালাইনাশকের পাইকারী লাইসেন্স প্রদান

আবেদন প্রাপ্তি সাপেক্ষে যাচাই-বাছাইয়ের মাধ্যমে লাইসেন্স প্রদানের জন্য সুপারিশ করা।

আবেদন প্রাপ্তি পরিদর্শক কর্তৃক মূল্যায়ন ও সুপারিশ এবং লাইসেন্স প্রদানের জন্য জেলা অফিসে সুপারিশ প্রেরণ

১০০০/- ট্রেজারী চালানের মাধ্যমে

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কৃষি ভর্তুকী কার্ডের ফটোকপি, ছবি, ট্রেড লাইসেন্স আবেদন ফরম: উপজেলা কৃষি অফিস

৩০ কার্যদিবস

ইউএও/এইও/ এসএপিপিও

বালাইনাশকের খুচরা লাইসেন্স প্রদান

আবেদন প্রাপ্তি সাপেক্ষে যাচাই-বাছাইয়ের মাধ্যমে লাইসেন্স প্রদানের জন্য সুপারিশ করা।

আবেদন প্রাপ্তি পরিদর্শক কর্তৃক মূল্যায়ন ও সুপারিশ এবং লাইসেন্স প্রদানের জন্য জেলা অফিসে সুপারিশ প্রেরণ।

৩০০/- ট্রেজারী চালানের মাধ্যমে

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কৃষি ভর্তুকী কার্ডের ফটোকপি, ছবি, ট্রেড লাইসেন্স আবেদন ফরম: উপজেলা কৃষি অফিস

৩০ কার্যদিবস

ইউএও/এইও/ এসএপিপিও

বিসিআইসি সার ডিলার নিয়োগ

প্রত্যেক ইউনিয়নে একজন বিসিআইসি সার ডিলার নিয়োগের জন্য প্রাপ্ত আবেদনের ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা

নির্দিষ্ট ইউনিয়নের ডিলার না থাকা সাপেক্ষে আবেদন প্রাপ্তি, কমিটি কর্তৃক যাচাই-বাছাই এবং চূড়ান্ত নিয়োগের জন্য জেলা অফিসে প্রেরণ।

২,০০,০০০/- ব্যাংক ড্রাফ্ট এর মাধ্যমে

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কৃষি ভর্তুকী কার্ডের ফটোকপি, ছবি, ট্রেড লাইসেন্স আবেদন ফরম: উপজেলা কৃষি অফিস

৪৫ কার্যদিবস

ইউএও/এএও/এইও

১০

খুচরা সার বিক্রেতা নিয়োগ

নির্দিষ্ট ওয়ার্ডের খুচরা সার বিক্রেতা না থাকা সাপেক্ষে আবেদনের প্রেক্ষিতে নিয়োগের সুপারিশ করা।

নির্দিষ্ট ওয়ার্ডের খুচরা বিক্রেতা না থাকা সাপেক্ষে আবেদন গ্রহণ, কমিটি কর্তৃক যাচাই-বাছাই এবং চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা।

৩০,০০০/- ব্যাংক ড্রাফ্ট এর মাধ্যমে

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কৃষি ভর্তুকী কার্ডের ফটোকপি, ছবি, ট্রেড লাইসেন্স আবেদন ফরম: উপজেলা কৃষি অফিস

৩০ কার্যদিবস

ইউএও/এএও/এইও

১১

নার্সারী ব্যবসায়ীদের চারা উৎপাদক ও বিক্রেতা রেজিস্ট্রেশন প্রদান

আবেদন প্রাপ্তি সাপেক্ষে সরেজমিনে সক্ষমতা যাচাই ও সুপারিশ জেলা অফিসে প্রেরণ

আবেদন প্রাপ্তি সরেজমিনের পরিদর্শন ও সুপারিশ জেলা অফিসে প্রেরণ এবং সার্টিফিকেট প্রদান

৫০০/- ট্রেজারী চালানের মাধ্যমে

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কৃষি ভর্তুকী কার্ডের ফটোকপি, ছবি, ট্রেড লাইসেন্স আবেদন ফরম: উপজেলা কৃষি অফিস

৩০ কার্যদিবস

ইউএও/এএও/এইও

১২

বীজ ডিলার নিয়োগ সহায়তা

সক্ষমতা যাচাই ও সুপারিশ যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ

আবেদন প্রাপ্তি ও যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ

৫০০/- ট্রেজারী চালানের মাধ্যমে

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কৃষি ভর্তুকী কার্ডের ফটোকপি, ছবি, ট্রেড লাইসেন্স আবেদন ফরম: উপজেলা কৃষি অফিস

-

ইউএও/এএও/এইও

১৩

প্রদর্শণী বাস্তবায়ন

নতুন উদ্ভাবিত জাত ও প্রযুক্তির সম্প্রসারণের জন্য প্রদর্শনী বাস্তবায়ন

প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভা

বিনামূল্যে

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কৃষি ভর্তুকী কার্ড, ছবি ও মোবাইল নং।

বছরব্যাপী

ইউএও/এএও/এইও/এসএপিপিও/এসএএও

১৪

প্রনোদনা কর্মসূচী বাস্তবায়ন

প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান

জনপ্রতিনিধীদের সরবরাহকৃত তালিকা মোতাবেক প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে পরামর্শ/ পরিদর্শন/ প্রদর্শনী/মাঠ দিবস/দলীয় সভা

বিনামূল্যে

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কৃষি ভর্তুকী কার্ড, ছবি ও মোবাইল নং।

মৌসুম ভিত্তিক

ইউএও/এএও/এইও/এসএপিপিও/এসএএও

 

*শব্দ সংক্ষেপ: ইউএও = উপজেলা কৃষি অফিসার; এএও = অতিরিক্ত কৃষি অফিসার; এইও = কৃষি সম্প্রসারণ অফিসার; এএইও = সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার; এসএপিপিও = উপসহাকরী উদ্ভিদ সংরক্ষণ অফিসার; এসএএও = উপসহকারী কৃষি অফিসার।

আমাদের প্রত্যাশাঃ

তড়িৎ সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়ঃ

১. নির্ধারিত ফরমে সম্পূর্ণরূপে পূরণকৃত আবেদন জমাদান। (প্রযোজ্য ক্ষেত্রে)

২. সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফি পরিশোধ করা। (প্রযোজ্য ক্ষেত্রে)

৩. সাক্ষাতের জন্য যথাসময়ে উপস্থিত থাকা।